আমরা প্রতিদিন যেসব ডিসপ্লে ডিভাইস ব্যবহার করি, যেমন টেলিভিশিন, স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার ইত্যাদি থেকে প্রচুর পরিমাণে ব্লু লাইট বা নীল আলো নির্গত হয়। আর আমরা যেহেতু দীর্ঘসময় এসব স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, তাই এর প্রভাব সূর্য থেকে আসা ব্লু লাইটের চেয়েও বেশী ক্ষতিকারক।
এই ক্ষতি থেকে চোখকে সুরক্ষিত রাখতে অ্যান্টি ব্লু লাইট লেন্সের চশমার ব্যবহার হতে পারে সর্বোত্তম সমাধান। এসব চশমার লেন্সে নীল আলো প্রতিরোধী বিশেষ ধরণের কোটিং দেওয়া থাকে, যা একটি নির্দিষ্ট পরিমাণ নীল আলোকে প্রতিফলিত করে। এতে শুধু পরিমিত পরিমাণ নীল আলোই চোখে প্রবেশ করতে পারে।
এই ক্ষতি থেকে চোখকে সুরক্ষিত রাখতে অ্যান্টি ব্লু লাইট লেন্সের চশমার ব্যবহার হতে পারে সর্বোত্তম সমাধান। এসব চশমার লেন্সে নীল আলো প্রতিরোধী বিশেষ ধরণের কোটিং দেওয়া থাকে, যা একটি নির্দিষ্ট পরিমাণ নীল আলোকে প্রতিফলিত করে। এতে শুধু পরিমিত পরিমাণ নীল আলোই চোখে প্রবেশ করতে পারে।
Reviews
There are no reviews yet.