ফটোক্রমিক লেন্স হল সেই লেন্স যা ইউভি লাইট বা অতিবেগুনী রশ্মির সংস্পর্শে এলেই স্বচ্ছ থেকে কালো হয়ে যাওয়া শুরু করে। ফলে সূর্যের আলোতে এই লেন্সগুলো সানগ্লাসের মতো আচরণ করে, আবার ছায়ায় চলে আসলে সাধারণ আইগ্লাসের মতোই কাজ করে। ফটোক্রমিক লেন্সকে ফটোসান বা ট্রানজিশন লেন্সও বলা হয়ে থাকে।যখন ফটোক্রমিক লেন্সগুলো ইউভি লাইটের সংস্পর্শে আসে, তখন লেন্সের […]