হাই ইনডেক্স লেন্স; কি এবং কেন 1

হাই ইনডেক্স লেন্স; কি এবং কেন

হাই ইনডেক্স লেন্স; কি এবং কেন 2

হাই ইনডেক্স (High Index) লেন্স নিয়ে কথা বলতে গেলে প্রথমেই জানতে হবে Index ব্যাপারটি সম্পর্কে।
Index বা Index Value হচ্ছে একটি সূচক বা indicator, যা দিয়ে বোঝানো হয় যে একটি লেন্স কতোটুকু মোটা বা চিকন হবে।

এবারে আসা যাক হাই ইনডেক্সে। হাই ইনডেক্স হল চশমার লেন্সের thikness বা পুরুত্তের higher value। তবে মজার ব্যাপার হল, ইনডেক্স value যতো বাড়বে, লেন্স ততোই পাতলা বা চিকন হতে থাকবে। অর্থাৎ, হাই ইনডেক্স লেন্সগুলো নরমাল ইনডেক্স লেন্সের থেকে অনেক বেশি পাতলা হয়ে থাকে।
সাধারানত চশমার লেন্স 1.5 index থেকে শুরু করে 1.74 পর্যন্ত হয়।

এবারে প্রশ্ন আসতে পারে যে কেন হাই ইনডেক্স লেন্স ব্যাবহার করতে হবে!
এখানে জেনে রাখা ভালো যে, হাই ইনডেক্স লেন্স সবার জন্য নয়। যাদের চশমার পাওয়ার 0-5 পর্যন্ত, তাদের নরমাল ইনডেক্সের লেন্স হলেই চলবে। তবে এর চেয়ে বেশি পাওয়ার হলে লেন্সের thikness বা পুরুত্ত অনেক বেশি হয়, মানে চশমার লেন্স বেশ অনেকখানি মোটা হয়ে যায়। এতে ফ্রেমের পাশাপাশি পুরো চেহারার সৌন্দর্য নষ্ট হয়। আবার মোটা লেন্সের কারণে চশমার ওজনও অনেক বেড়ে যায়।

অন্যদিকে চোখের সুরক্ষার জন্য হাই ইনডেক্স লেন্সে বিল্ট-ইন ইউভি প্রোটেকশন ও অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং তো থাকছেই।
এসব কারণে বেশি পাওয়ারের চশমায় হাই ইনডেক্স লেন্স ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

Leave a Reply

Change