চশমার যত্ন; সহজ এবং কার্যকর ৫ উপায়

লেন্সে দাগ পড়ে যাওয়া পাওয়ারড চশমা এবং নিয়মিত সানগ্লাস ব্যবহারকারিদের কাছে খুবই কমন একটা বিষয়। প্রথমেই বলে নেয়া প্রয়োজন যে, চশমার লেন্সে একটা নির্দিষ্ট সময় পরে এমনিতেই খানিকটা দাগ পড়তে পারে বা ঘোলাটেভাব আসতে পারে। কিন্তু তা বেশ সময়সাপেক্ষ ব্যাপার।
তবে লেন্সে স্ক্র্যাচ পড়ার প্রথম এবং প্রধান কারণ হল আমাদের নিজেদের অসাবধানতা।

চশমার যত্ন; সহজ এবং কার্যকর ৫ উপায় 1
Photo: wsj.com

তাই এই ব্লগে আমরা চশমা পরিষ্কার করার এমন ৫টি উপায় সম্পর্কে জানবো যা অনুসরণ করলে চশমা ভালোভাবে পরিষ্কার হওয়ার পাশাপাশি লেন্সে সহজে দাগও পড়বে না। মানে সাপও মরলো, লাঠিও ভাঙলো না!

১। প্রতিবার চশমার লেন্স পরিষ্কার করার সময় সাধারণ কাপড়, টিস্যু বা গায়ের টি-শার্ট ব্যবহার না করে মাইক্রোফাইবার লেন্স ক্লিনিং ক্লোথ ব্যবহার করুন। এই কাপড়গুলো চশমায় পড়া ধুলো-ময়লা ও তেলতেলে পদার্থ পরিষ্কার করার জন্য স্পেশালি তৈরি করা হয়, ফলে মোছার সময় লেন্সে দাগ পড়েনা বললেই চলে।

২। চশমা ভালোভাবে পরিষ্কার করার জন্য সার্টিফাইড আইগ্লাস লেন্স ক্লিনার ব্যবহার করুন। ব্যবহারবিধি খুবই সহজ। সিম্পলি চশমায় স্প্রে করুন এবং মাইক্রোফাইবার ক্লোথ দিয়ে মুছে ফেলুন।

৩। পরিষ্কার করতে গিয়ে লেন্স ক্লিনার লিকুইড হাতের কাছে না পেলে ডিশ ওয়াশিং লিকুইডও কিন্তু ব্যবহার করতে পারেন। দু’ফোঁটা লিকুইড লেন্সের উপর নিয়ে একটু পানি দিয়ে দুই আঙ্গুলের সাহায্যে হালকাভাবে ঘষে ভালো করে ধুয়ে ফেলুন।

৪। চশমা পরিষ্কারে কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন সেটা যেন কুসুম গরম পানিই হয়, কেননা অতিরিক্ত গরম পানি লেন্সের ক্ষতি করতে পারে।

৫। ডিটারজেন্ট, নেইলপলিশ রিমুভার বা অন্য কোনো কেমিক্যাল লিকুইড দিয়ে চশমার লেন্স পরিষ্কার করবেন না। কারণ এগুলো লেন্সের অ্যান্টিরিফ্লেকটিভ কোটিংয়ের সাথে বিক্রিয়া করে তা নষ্ট করে ফেলতে পারে, যা আপনি চাইবেন না নিশ্চয়ই! 

এবারে বুঝলেন তো, একটু সচেতন থাকলেই বহুদিন পর্যন্ত চশমায় দাগ পড়া আটকানো সম্ভব। আরও পরিষ্কারভাবে বুঝতে নিচের ভিডিওটি দেখুন-

Leave a Reply

Change