আমাদের শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গগুলোর মধ্যে চোখ অন্যতম। ফলে শারীরবৃত্তীয় নানা সমস্যা প্রায়ই চোখে প্রতিফলিত হয়। সেকারনেই চিকিৎসকরা শুধুমাত্র চোখ দেখেই বহু রোগের লক্ষণ নির্ণয় করতে পারেন। আজকের ব্লগে আমরা চোখের কয়েকটি লক্ষণ সম্পর্কে জানাবো। আপনার চোখে যদি এর যে কোনো একটি লক্ষণও প্রকাশ পায়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
১। চোখব্যাথাঃ চোখে সামান্য ব্যথা হলেও চিকিৎসককে দেখিয়ে নেওয়া ভালো। কারণ চোখের ডাক্তাররা শুধু লক্ষণ দেখেও বিভিন্ন নির্ণয় করতে পারেন। এর মধ্যে ব্রেন টিউমারও রয়েছে। কিন্তু আপনি আয়নায় দেখে কোনোভাবেই এ লক্ষণগুলো বুঝতে পারবেন না।
২। চোখের ভেতরে লাল দাগঃ চোখের সাদা অংশে বিন্দু বিন্দু রক্ত জমে লাল দাগ তৈরি হতে পারে। এরকম হলে কোনোভাবেই তা অবহেলা করবেন না। কারণ রক্তে চিনির মাত্রা অনেকটা বেড়ে গেলে এমনটা হওয়ার সম্ভাবনা থাকে। তাই এটি ডায়াবেটিসের লক্ষণও হতে পারে।
৩। চোখে চুলকানিঃ কারো অ্যালার্জি থাকলে প্রায়ই চোখ চুলকায়। এর ফলে চোখ লাল হয়ে যেতে পারে, এমনকি ক্ষেত্রবিশেষে তা ফুলেও যেতে পারে। ধুলাবালির সংস্পর্শে গেলে কিংবা অ্যালার্জির হয় এমন খাবার খেলে এমনটা হতে পারে। এতে অনেকের চোখ শুষ্ক হয়ে যায়, যা থেকে পরবর্তীতে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে।
৪। চোখে রক্ত জমাট বাঁধাঃ শারীরিক বিভিন্ন সমস্যা, আঘাত অথবা সংক্রমণের কারণে চোখে রক্ত জমাট বাঁধতে পারে। অত্যধিক কাশি, কোনোভাবে পাওয়া আঘাত, ফাঙ্গাসের সংক্রমণ ইত্যাদি কারণে এমন ঘটনা ঘটতে পারে।
৫। ঝাপসা দৃষ্টিঃ চোখের বিভিন্ন সমস্যার কারণেই দৃষ্টি ঝাপসা হতে পারে। ঝাপসা দৃষ্টি দীর্ঘমেয়াদে চোখের আরও নানারকম ক্ষতি করতে পারে। তবে যাদের আগে থেকে উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের এমন সমস্যা দেখা দিলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
৬। কাছের জিনিস দেখতে সমস্যাঃ বেশিরভাগ মানুষই একটু বয়স হলে এ সমস্যায় আক্রান্ত হয়। কিছু ওষুধের প্রতিক্রিয়ায়ও এ সমস্যা হতে পারে। তবে তা ঠিকঠাক ব্যবস্থা নিলে এবং জীবনযাপনে সংযত হলে একটা দীর্ঘদিন পর্যন্ত এই সমস্যার অবনতি ঠেকানো যায়।
৭। আঁচিলের মতো সাদা বৃত্তঃ কারো চোখের চারপাশে যদি সাদা বা হলদেটে বর্ণের ফোলা বৃত্তের মতো দেখা যায়, তবে তা শরীরে কোলেস্টেরল বৃদ্ধির একটি লক্ষণ। এমন লক্ষণ দেখা গেলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।