মেকআপ বনাম চোখের সুরক্ষা 1

মেকআপ বনাম চোখের সুরক্ষা

কথায় আছে, চোখ যে মনের কথা বলে। আবার চোখের সাজও একে দেয় এক অন্য মাত্রা। কিন্তু চোখকে সাজাতে গিয়েই কিন্তু ঘটতে পারে বিপত্তি। এজন্য একদিকে যেমন প্রয়োজন সতর্কতা, তেমনি প্রয়োজন চক্ষুসজ্জার জন্য মানসম্মত উপকরণ।
সৌন্দর্যবর্ধনে মেকআপের ব্যবহার এখন খুবই সাধারণ একটা ব্যাপার। তবে কমবেশি প্রায় সব মেকআপ বা অন্যান্য প্রসাধনীতেই রাসায়নিক পদার্থ থাকে। যে কারণে অনেকসময় এসবের ব্যবহারে চোখে অ্যালার্জিজনিত সমস্যা বা প্রদাহ হতে পারে। আবার চোখ সাজাতে গিয়ে অনেক সময় অসতর্কতায় হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি। এছাড়া চোখের মেকআপে ঝুঁকি ও চোখসজ্জায় ব্যবহৃত প্রসাধনসামগ্রী অনেক ক্ষেত্রেই চোখের জন্য ভালো নয় বলে জানান বিশেষজ্ঞরা। 

তাই মেকআপ থেকে চোখকে সুরক্ষিত রাখতে মেনে চলতে পারেন এই পরামর্শগুলো- 

১। স্কিনে স্যুট করে কিনা দেখে নিনঃ
দুই রকমের মেকআপ পাওয়া যায়, সাধারণ এবং স্পর্শকাতর ত্বকের জন্য। যাদের স্কিনে অ্যালার্জি হওয়ার প্রবণতা বেশি, মেকআপ কেনার ক্ষেত্রে তাদের সতর্ক থাকা উচিত। এক্ষেত্রে ভাল লাগলেই কিনে ফেলার অভ্যাস পরিত্যাগ করতে হবে। 

২। অন্যের মেকআপ ব্যবহার করবেন নাঃ
একজনের ব্যবহার করা মেকআপের ফোম, ব্রাশ ইত্যাদি পরিষ্কার/জীবাণুমুক্ত না করে অন্য কারো চোখে দেওয়া ঠিক নয়। অন্যের ব্যবহার করা প্রসাধনীর মধ্যে যদি কোনো সংক্রামক কিছু থাকে, অন্য কেউ ব্যবহার করলে সেই সংক্রমণ ছড়িয়ে যায়। 

মেকআপ বনাম চোখের সুরক্ষা 2
ছবিঃ সংগৃহীত

৩। সময়মতো মেকআপ তুলে ফেলুনঃ 
মেকআপ করার পর তা ভালোভাবে তোলাও জরুরী। কারণ কাজল, আইলাইনার, মাসকারার মতো প্রসাধনীগুলো চোখের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শুতে যাওয়ার আগে অবশ্যই তা তুলে নিতে হবে। আর মেকআপ তোলার সময় অ্যালকোহলমুক্ত রিমুভার ব্যবহার করা উচিত। 

৪। চোখের ভেতরে মেকআপ ব্যবহার করবেন নাঃ 
চোখের ভেতরে কোনোরকম প্রসাধনী না দেয়াই ভালো। সেক্ষেত্রে চোখে পানি আসা, লাল হয়ে যাওয়া, চোখে অস্বস্তি ইত্যাদি হতে পারে। সেখান থেকে চোখে ইনফেকশনও হতে পারে।
অনেকেই চোখের ভেতরে কাজল পরেন। এক্ষেত্রে ভালো মানের কাজল ব্যবহার করুন, নয়তো চোখে সংক্রমণ হওয়ার আশঙ্কা বেড়ে যাবে। 

৫। মেকআপের মেয়াদ চেক করুনঃ 
বেশিরভাগ মানুষই মেকআপের মেয়াদ নিয়ে খুব একটা মাথা ঘামান না। অনেকে তো দামী মেকআপের ক্ষেত্রে মেয়াদ শেষ হয়ে গেলেও ফেলে দিতে চান না। কিন্তু মেয়াদ শেষ হলে যেকোনো মেকআপ আইটেম ফেলে দেয়া উচিত। আর মনে করে মাঝেমাঝে সব প্রসাধনীর মেয়াদ দেখে নেয়া উচিত। কারণ মেয়াদ পার হয়ে যাওয়া প্রসাধনীতে খুব সহজেই জীবাণু বাসা বাঁধে। 

মেকআপ বনাম চোখের সুরক্ষা 3
ছবিঃ সংগৃহীত

৬। কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে সতর্ক থাকুনঃ 
অনেকেই মেকআপের সব কাজ শেষ করে তারপর চোখে কন্ট্যাক্ট লেন্স পরেন। তা না করে প্রথমে কন্ট্যাক্ট লেন্স পরে তারপর মেকআপ করুন অথবা মেকআপ শেষে ভালোভাবে হাত পরিষ্কার করে তারপরে লেন্স পরুন। কারণ মেকআপ করা হাতে কন্ট্যাক্ট লেন্স পরলে তাতে মেকআপের কিছু অংশ লেগে যেতে পারে এবং সেই লেন্স চোখে পরলে চোখের সমস্যা হওয়া খুবই স্বাভাবিক।   

Leave a Reply

Change